রাতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার শিক্ষার্থীদের সাথে ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মধ্যরাতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলা হয়েছে এবং পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেটের ব্যবহারে অন্তত ৪০ জন আহত হয়েছেন। আহতরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অন্যদিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষার্থীর উপর ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালিয়েছেন এবং শাখা ছাত্রলীগের সাবেক সংগঠনিক সম্পাদকের বিরুদ্ধে হামলা করেছেন।