করোনা ও যুদ্ধের কারণে ময়মনসিংহে নতুন শহর করতে দেরি হচ্ছে: প্রধানমন্ত্রী

প্রশাসন 97 বার পঠিত
সময় : শনিবার, মার্চ ১১, ২০২৩

ময়মনসিংহে আওয়ামী লীগের জনসভায় প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

করোনাভাইরাস এবং ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে ময়মনসিংহে নতুন শহর করতে দেরি হচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার বিকেলে ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘নদীর ওপারে (ব্রহ্মপুত্র নদ) বিভাগীয় শহর করার সবকিছু পুরো প্রস্তুত করা আছে। কিন্তু করোনা আর ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের কারণে দেরি হচ্ছে। ময়মনসিংহ বিভাগ সবচেয়ে উন্নত বিভাগ হবে। এটি আমি আশা করি।’

শনিবার জনসভায় উপস্থিত হয়ে ময়মনসিংহে ৭৩টি উন্নয়নকাজের উদ্বোধন ও ৩০টির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। বক্তব্যের শুরুতে এসব উন্নয়ন প্রকল্পের তালিকা উপস্থিত জনতার সামনে তুলে ধরেন তিনি।

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, ‘আমরা ময়মনসিংহে বিভাগ করেছি। এখানে একটি মেডিকেল বিশ্ববিদ্যালয় হবে। সব ধরনের উন্নয়ন হবে। কিন্তু করোনার কারণে উন্নয়নে দেরি হচ্ছে। করোনার সময় আমরা দেশের মানুষকে বিনা মূল্যে টিকা দিয়েছি। আমরা মানুষকে সুরক্ষিত রাখতে চাই।’ তিনি বলেন, ‘আমি আপনাদের জন্য উপহার নিয়ে এসেছি। এসব উপহার আপনারা সংরক্ষণ করবেন।’

স্টাফ রিপোর্টার  ঃ  মো  ঃ সবুজ  আহমেদ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

এক ক্লিকে বিভাগের খবর