কাতারে সোনালি বিশ্বকাপটি উচিয়ে ধরেছেন সদ্যই । ৩৬ বছরের দীর্ঘ অপেক্ষার শিরোপাখরা ঘুচিয়েছেন শৈল্পিক খেলা প্রদর্শন করে, হয়েছেন কাতার বিশ্বকাপ আসরের সেরা খেলোয়ার গোল্ডেন বল জয়ী। এরই মাঝে লিওনেল মেসি পেলেন আরেকটি সুখবর । আর্জেন্টিনায় চালানো এক জরিপে সদ্য প্রয়াত দিয়েগো ম্যারাডোনার চেয়ে মেসি বেশি জনপ্রিয় হিসেবে বিবেচিত হয়েছেন ।
নিত্য চায়ের কাপে ঝড় তোলা এই প্রশ্ন সামনে রেখে গত ৯ থেকে ১২ জানুয়ারির মধ্যে আর্জেন্টিনায় জাতীয়ভাবে একটি জরিপ চালানো হয়।
মঙ্গলবার প্রকাশিত সেই জরিপের ফল জানাচ্ছে, আর্জেন্টিনায় এখন ম্যারাডোনার চেয়ে মেসিকে ভালো ফুটবলার মনে করেন বেশিরভাগ মানুষ। জরিপ চালায় ‘ওপিনা আর্জেন্টিনা’ নামের একটি প্রতিষ্ঠান। জরিপে অংশ নেওয়া আর্জেন্টাইনদের মধ্যে ৬০ শতাংশ সেরা ফুটবলার হিসাবে বেছে নিয়েছেন মেসিকে। ২৮ শতাংশের কাছে সেরা ম্যারাডোনা। বাকি ১২ শতাংশ মানুষ উত্তর দেননি।
আর্জেন্টিনার সরকার, রাজনৈতিক দল ও বিভিন্ন প্রতিষ্ঠানকে কৌশলগত পরামর্শ দেওয়া ছাড়াও তথ্য-বিশ্লেষণ ও জনমত জরিপ করতে ‘ওপিনা আর্জেন্টিনা’ নামে একটি ওয়েবসাইট আছে। এই প্রতিষ্ঠান জানুয়ারিতে প্রশ্নটি নিয়ে জাতীয়ভাবে জরিপ চালায়। সেখানে মেসির পক্ষেই সেরা ফুটবলারের রায় দিয়েছেন জরিপে অংশ নেওয়া সংখ্যাগরিষ্ঠ আর্জেন্টাইন।
তবে সমাজের নিম্নবিত্ত শ্রেণির মানুষের মধ্যে অবশ্য এখনো ম্যারাডোনার জনপ্রিয়তা বেশি। এই শ্রেণির ৪৯ শতাংশ ম্যারাডোনাকে সেরা ফুটবলার বলে রায় দিয়েছেন। আর ৪৫ শতাংশ মনে করেন মেসি সেরা।
অবাক করা বিষয় হলো, ৫০ বছরের পেরিয়ে যাওয়া বয়স্কদের মাঝে মেসির জনপ্রিয়তা বেশি। ৬৩ শতাংশ প্রবীণ মনে করেন মেসিই সেরা। আর ২৩ শতাংশ ম্যারাডোনার পক্ষে। ৩০ থেকে ৪৯ বছর বয়সীদের মাঝেও মেসির জনপ্রিয়তা বেশি। এই বয়সী নাগরিকদের মধ্যে ৫৫ শতাংশ মেসিকে ম্যারাডোনার চেয়ে এগিয়ে রেখেছেন। ২৮ শতাংশ নাগরিক আবার ম্যারাডোনাকে মেসির চেয়ে এগিয়ে রাখেন। ১৮ থেকে ২৯ বছর বয়সীদের মাঝেও মেসির একাধিপত্য। ৬২ শতাংশের কাছে মেসিই সেরা, ম্যারাডোনার পক্ষে ৩৫ শতাংশ নাগরিক।
২০২০ সালের ২৫ নভেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে ৬০ বছর বয়সে প্রয়াত হন ম্যারাডোনা।
স্টাফ রিপোর্টার
আতিকুল ইসলাম আতিক