আইনি ব্যবস্থা নিতে অনিবন্ধিত অনলাইন পোর্টাল ও আইপিটিভির মাধ্যমে ছড়ানো “গুজব’র তথ্য চেয়েছে তথ্য মন্ত্রণালয়। জেলা প্রশাসকদের ( ডিসি) এ বিষয়টি মন্ত্রণালয়কে অবহিত করতে বলা হয়েছে। একই সঙ্গে জনসচেতনতা সৃষ্টি করতে গুজবের বিরুদ্ধে পাল্টা বার্তা দিতেও বলা হয়েছে তাদের। আজ বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনে ডিসিদের সঙ্গে বৈঠক শেষে তথ্যমন্ত্রী ড.হাছান মাহমুদ এ কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন,” জেলা পর্যায়ে অনিবন্ধিত অনেক অনলাইন পোর্টাল ও আইপিটিভি আছে।বিভ্রান্তিকর তথ্য ও গুজব ছড়াতে সে গুলো ব্যবহার করা হচ্ছে”।