সংকটের কারণে এখন খোলাবাজারে ডলার বিক্রি হচ্ছে ১১২ থেকে ১১৪ টাকায়, ব্যাংক গুলোতে বিক্রি চলছে ৯৫ থেকে ৯৬ টাকার মধ্যে। এ অবস্থায় ডলারের বাজার স্বাভাবিক রাখতে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে সাপোর্ট দেয়া হচ্ছে। গতকাল মঙ্গলবার (১৬ আগস্ট) বিভিন্ন ব্যাংকের কাছে প্রতি ডলার ৯৫ টাকা দরে মোট ৮ কোটি ডলার বিক্রি করেছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত অনুযায়ী দেশের ব্যাংকগুলো যে দামে ডলার কিনবে তারচেয়ে সর্বোচ্চ ১ টাকা বেশি দামে ওই ডলার বিক্রি করতে পারবে।একই সঙ্গে রফতানি আয় দ্রুত দেশে এনে তা নগদায়ন করতে হবে।