ফেসবুক- ইউটিউবে এক বছরের বিজ্ঞাপন খরচ জানতে চায় বিটিআরসি!

প্রশাসন 76 বার পঠিত
সময় : শুক্রবার, আগস্ট ১২, ২০২২

ফেসবুক, ইউটিউবসহ সামাজিকমাধ্যমের গত এক বছরে কত টাকার ডিজিটাল বিজ্ঞাপন প্রচার হয়েছে তার তথ্য জানতেচেয়ে চিঠি দিয়েছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা ( বিটিআরসি) । গত বুধবার (১০ আগস্ট)  বিটিআরসির উপপরিচালক নাহিদুল হাসান স্বাক্ষরিত এক চিঠিতে দেশের সব মোবাইল ফোন অপারেটর, সব আইএসপি ( ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার) দেশের সব টি-ভ্যাস( টেলিকম ভ্যালু আডেড সার্ভিস)অপারেটর, মোবাইল ফোন অপারেটর গুলোর সংগঠন অ্যামটব,আইএসপি গুলোর সংগঠন আইএসপিএবি এটুপি এমএসএস অ্যাগ্রিগেটর অপারেটরদের শীর্ষ নির্বাহীদের বরাবর পঠানো হয়েছে। চিঠিতে মাস ( কোন মাসে কত ব্যয়) ডিজিটাল বিজ্ঞাপন প্রচারের মাধ্যম (গুগল, হোয়াটসঅ্যাপ, ইয়াহু, অ্যামাজন,ইউটিউব, ফেসবুক, ইমো) বিজ্ঞাপনের অর্থের হার,অর্থ পরিশোধ মাধ্যমের বিবরণ, মুদ্রা ( টাকা ও ডলার)  মোট প্রদানকরা অর্থ ইত্যাদি ছকে উল্লেখ করে আগামী ১০ কর্ম দিবসের মধ্যে বিটিআরসিতে পঠাতে বলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

এক ক্লিকে বিভাগের খবর