আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী ১৭ জুলাই থেকে রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ শুরু করবে নির্বাচন কমিশন ( ইসি)। চলবে ৩১ জুলাই পর্যন্ত। কবে কখন কোন দলের সঙ্গে বৈঠক করা হবে তা প্রকাশ করেছে ইসি। তিনটি দল ছাড়া বাকি রাজনৈতিক দলগুলোর সঙ্গে ১ ঘন্টা করে বৈঠক করবে ইসি। আওয়ামীলীগ, জাতীয় পার্টি, ও বিএনপির সঙ্গে ২ ঘন্টা করে সংলাপের সময় রেখেছে ইসি।