পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। শুক্রবার (২৪ জুন) সকাল থেকে বিভিন্ন কোম্পানির বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়। তবে প্রথম দিন হওয়ায় অগ্রিম টিকিট কাটতে আসা যাত্রীদের তেমন ভিড় ছিলনা বাস কাউন্টার গুলোতে। ফলে যাত্রীরা কোনো প্রকার ঝামেলা ছাড়াই স্বস্তিতে টিকিট কাটতে পারছেন। পরিবহন সংশ্লিষ্টরা জানান, শুক্রবার সকাল থেকে একযোগে রাজধানীর গাবতলী ও কল্যাণপুরের বিভিন্ন কোম্পানির বাস কাউন্টার থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। প্রথমদিন হওয়ায় যাত্রীদের তেমন ভিড় নেই। তবে ৭ জুলাই তারিখের টিকিটের চাহিদা খুববেশি লক্ষ্য করা যাচ্ছে যাত্রীদের মাঝে।