রাজধানীর মতিঝিল বাংলাদেশ ব্যাংকের চতুর্থ তলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স এর ৪ ইউনিট।সোমবার (২০ জুন) বিকেল ৬ টা ২৫ মিনিটে আগুন লেগেছে বলে জানিয়েছে
ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা ( মিডিয়া) শাহজাহান শিকদার।তিনি বলেন, মতিঝিলে বাংলাদেশ ব্যাংকে সন্ধ্যা ৬ টা ২৫ মিনিটে আগুন লাগার খবর পেয়ে মতিঝিল টহলরত একটি ইউনিট তাৎক্ষণিক আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এর কিছুক্ষণ পরে সিদ্দিক বাজার ফায়ার স্টেশন থেকে আরও ৩ টি ইউনিট যোগ হয়।তাৎক্ষণিক ভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।