আগামী মাসের দ্বিতীয় সপ্তাহে দেশে উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা। ঈদকে সামনে রেখে আগামী ১ জুলাই থেকে ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরুর সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে। যা চলবে ৫ জুলাই পর্যন্ত।সোমবার (২০ জুন) বিকেলে এ তথ্য পাওয়া যায়। জানা গেছে ১ জুলাই থেকে ৫ জুলাই পর্যন্ত ৫০ ভাগ টিকিট পাওয়া যাবে টিকিট কাউন্টারে এবং ৫০ ভাগ টিকিট পাওয়া যাবে অনলাইনে।