ময়মনসিংহের শিক্ষার্থীদের বাংলাদেশে প্রথম রকেট উদ্ভাবন!

প্রশাসন 96 বার পঠিত
সময় : শনিবার, ফেব্রুয়ারি ৫, ২০২২

ময়মনসিংহের শিক্ষার্থীদের বাংলাদেশে প্রথম রকেট উদ্ভাবন !

একঝাঁক স্বপ্নবাজ বাংলাদেশী মেধাবী তরুণ । স্বপ্ন তাদের আকাশ ছোঁয়ার ।সেই স্বপ্ন এখন সত্যি হওয়ার প্রতিক্ষায়!

দেশে প্রথমবারের মতো রকেট উদ্ভাবন করে তাক লাগিয়ে দিয়েছেন ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের সাবেক শিক্ষার্থী প্রকৌশলী নাহিয়ান আল রহমান ও তার আলফা সায়েন্স ল্যাবের সদস্যরা । এখন উৎক্ষেপণের জন্য সরকারি অনুমোদনের অপেক্ষায় রয়েছে রকেটটি। শুনতে অবাক লাগলেও, ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের এই স্বপ্নবাজ তরুণ শিক্ষার্থীরা দীর্ঘ চার বছর গবেষণা করে উদ্ভাবন করেছেন প্রোটো টাইপের ৪টি রকেট। যার দুটির নাম দেয়া হয়েছে- ধূমকেতু ওয়ান এবং ধুমকেতু-টু। এখন পরীক্ষামূলক উড্ডয়নের অপেক্ষায় ।

প্রজেক্টটি এখন চূড়ান্ত ধাপে রয়েছে। রকেটটি ৫০ কিলোমিটার উপরে উঠে আবার নেমেও যাবে । প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আপাতত  এর মাধ্যমে আবহাওয়া সম্পর্কিত তথ্য উপাত্ত সংগ্রহ করা যাবে । ৬ ফুট উচ্চতার এই রকেট নিয়ে কাজ করতে ও কন্ট্রোল করতে ডিজাইন করা হয়েছে একটি সফ্টওয়্যার । কোন পৃষ্ঠপোষকতা ছাড়াই নিজস্ব ভাবে অর্থ যোগান দিয়ে তারা প্রজেক্টটিকে এই পর্যন্ত নিয়ে এসেছে । এখন তারা সরকারি সহযোগিতা কামনা করছে ।

ছাত্রদের এমন সাফল্যে গর্বিত শিক্ষকরা । ময়মনসিংহ সিটি মেয়র  ইকরামুল হক টিটু বলেন , ময়মনসিংহের ছাত্রদের এমন সাফল্যে ময়মনসিংহবাসী গর্বিত । এটি সফলতা পেলে দেশ-বিদেশে প্রযুক্তিগতভাবে আরও একধাপ এগিয়ে যাবো আমরা। তিনি ছাত্রদের পাশে দাড়ানোর আশ্বাস দিয়েছেন , পাশাপাশি সরকারি সহযোগিতা কামনা করছেন ।

নাহিয়ান আল রহমান জানান, উদ্ভাবিত রকেট উৎক্ষেপণ সফল হলে ভবিষ্যতে দেশের মাটিতেই রকেট নিয়ে বড় কিছু করার ইচ্ছা আছে। দেশের নিজস্ব প্রযুক্তি ব্যবহার করে মহাকাশে ন্যানো-স্যাটেলাইট ও মানুষ পাঠাতে কাজ করতে চায় নাহিয়ানের দল।

তিনি আরও জানান, মহাকাশ বিজ্ঞান, জলবায়ু গবেষণা, সামরিক প্রতিরক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে কাজ করে দেশকে বিশ্বের বুকে এগিয়ে নিতে চান । রকেটের পাশাপাশি তারা ইলেক্ট্রিক বাইক ও বিমান নিয়েও গবেষণা করছেন ।

স্টাফ রিপোর্টার

আতিকুল ইসলাম আতিক


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

এক ক্লিকে বিভাগের খবর