দেশের অন্যতম ঔষধ কোম্পানি ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস কোভিড ১৯ এর চিকিৎসার জন্য ফাইজারের মুখে খাওয়ার অ্যান্টিভাইরাল ঔষধ প্যাক্সলোভিড বাজারে আনার ঘোষণা দিয়েছে। ” জুপিটাভির” ব্রান্ড নামে ঔষধটি বাজারজাত শুরু করেছে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। সাম্প্রতিক গবেষণার তথ্য অনুযায়ী ঔষধটি করোনা ভাইরাসের দ্রুত ছড়িয়ে পড়া ধরণ ওমিক্রন এর বিরুদ্ধেও কার্যকর।