আবারও আলোচনায় এসেছে সুশীল লাইফ ডটকম! নতুন ফিচার নিয়ে নতুন সাজে সজ্জিত সুশীল লাইফ ডটকম! বাংলাদেশ থেকে তৈরী নতুন এই সামাজিক যোগাযোগ মাধ্যমটি বিশ্বে বাংলাদেশকে নতুন ভাবে উপস্থাপন করবে বলে,এ মাধ্যমের কর্মকর্তারা আশা প্রকাশ করেছেন।আরও আশা প্রকাশ করেন চতুর্থ শিল্প বিপ্লবে সক্রিয়ভাবে অংশ নিতে চায় সুশীল লাইফ ডটকম।