স্বপ্নের মেট্রোরেলের সর্বনিম্ন ভাড়া ২০ টাকা, আর সর্বোচ্চ ৯০ টাকা ভাড়া প্রস্তাব করা হয়েছে। বৃহস্পতিবার ২৮ এপ্রিল সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছে ঢাকা যানবাহন সমন্বয় কর্তৃপক্ষ ( ডিটিসিএ) সূত্র। ডিটিসিএ ‘ র নির্বাহী পরিচালক ( অতিরিক্ত সচিব) নীলিমা আখতার সংবাদ মাধ্যমকে বলেন, মেট্রোরেলের ভাড়া হিসেবে আমরা একটি প্রস্তাব তৈরি করেছি, সেখানে মেট্রোরেলে চড়লেই সর্বনিম্ন ২০ টাকা এবং সর্বোচ্চ ৯০ টাকা ভাড়ার প্রস্তাব রয়েছে। তবে ভাড়া এখনো চুড়ান্ত ভাবে নির্ধারণ করা হয়নি। তিনি বলেন,এটা অনেক কম।কারণ এসি বাসে চড়লে এর থেকে অনেক বেশি ভাড়া লাগে।সেই তুলনায় ভাড়া অনেক কম। শিগগিরই প্রধানমন্ত্রীর কাছে আমাদের প্রস্তাব উপস্থাপন করা হবে, তিনি চুড়ান্ত অনুমোদন দিলেই পরে এটা কার্যকর হবে।