সিগারেট খাত থেকে এবার কাঙ্খিত রাজস্ব আসছেনা।ফলে চলতি অর্থবছরে লক্ষ্যমাত্রা পূরণ হবে না বলে ধারণা করছে জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর। এ খাত থেকে আশানুরূপ কর না এলে তা সামগ্রিক আয়ের উপর প্রভাব ফেলবে।সংশ্লিষ্টদের ধারণা নিম্নস্তরের সিগারেটের দাম না বাড়ানোর কারণে চলতি অর্থবছরে এ পরিস্থিতি। ভ্যাটের বৃহৎ করদাতা ইউনিট ( এলটিইউ) যত রাজস্ব পায় তার অর্ধেকের বেশি আসে সিগারেট থেকে।এ দপ্তরের একজন উর্ধ্বতন কর্মকর্তা সমকালকে জানিয়েছেন, দেশের একটি বড় সিগারেট কোম্পানি থেকে গত ফেব্রুয়ারি মাসে আগের বছরের একই মাসের তুলনায় ৪০০ কোটি টাকা কম রাজস্ব এসেছে। সার্বিক ভাবে এবার লক্ষ্যমাত্রা অনুযায়ী এ খাত থেকে কর আহরণ হচ্ছে না। সংশ্লিষ্টরা জানান গত ২০২০-২১ অর্থবছরে সিগারেট খাত থেকে ২৮ হাজার ৫০০ কোটি টাকা রাজস্ব পেয়েছে এনবিআর যা ২০১৯-২০ অর্থ বছরের তুলনায় ১৩ শতাংশ বেশি। গত অর্থবছরে সিগারেট খাত থেকে যে পরিমাণ রাজস্ব সংগ্রহ হয়েছে তার ধারাবাহিকতায় চলতি অর্থবছরে এ খাতথেকে সর্বোচ্চ ৩০ হাজার কোটি টাকার রাজস্ব আসবে বলে ধারণা করা হয়েছিল। সাধারণত সিগারেট খাত থেকে রাজস্ব সংগ্রহের প্রবৃদ্ধি ১০ থেকে ১৫ শতাংশের মধ্যে থাকে।