প্রাথমিক বিদ্যালয়ের ৪৫ হাজার সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২০ এর লিখিত পরীক্ষা আগামীকাল শুক্রবার ( ২২ এপ্রিল) থেকে শুরু হতে যাচ্ছে। সারাদেশে তিনধাপে এই নিয়োগ পরীক্ষা হবে। এর মধ্যে প্রথম ধাপে ২২ এপ্রিল ২২ জেলায় ও দ্বিতীয় ধাপে ২০ মে ৩০ জেলায় এবং তৃতীয় ধাপে ৩ জুন ৩১ টি জেলায় পরীক্ষা অনুষ্ঠিত হবে। আজ বৃহস্পতিবার (২১ এপ্রিল) প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। প্রতিমন্ত্রী বলেন, সারাদেশে সাড়ে ৩২ হাজার শিক্ষক নিয়োগ দেয়ার কথা থাকলেও গত দুই বছরে অনেক সহকারী শিক্ষক পদ শুন্য হয়ে গেছে। সে কারণে এ নিয়োগ কার্যক্রমের মাধ্যমে সারাদেশে ৪৫ হাজার শিক্ষক নিয়োগ দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। প্রতিমন্ত্রী আরও বলেন, সারাদেশে সুষ্ঠু ভাবে পরীক্ষা পরিচালনার স্বার্থে সংশ্লিষ্ট অধিদপ্তর থেকে লিখিত পরীক্ষা পরিচালনা নির্দেশিকা জারি করা হয়েছে। পরীক্ষা কেন্দ্র গুলোতে কড়া নিরাপত্তা প্রয়োজনীয় সংখ্যক নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। কেউ চাকরি দেয়ার নামে প্রলোভন দেখালে তাকে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেয়ার পরামর্শ দেয়া হয়েছে।