সাম্প্রদায়িক সম্প্রীতির অনুপস্থিতিতে দেশের শান্তি শৃঙ্খলা বিনষ্ট হয়,স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হয় বলে মন্তব্য করেছেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। তিনি আরও বলেন সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত না করে কোনও জাতি উন্নতি করতে পারে না।বৃহস্পতিবার (৪ নভেম্বর) বিকেলে আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত ” সাম্প্রদায়িক সম্প্রীতি উন্নয়নে করণীয় ” শীর্ষক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। প্রতিমন্ত্রী আরও বলেন ” ইসলাম শান্তির ধর্ম ও পরিপূর্ণ জীবন বিধান। এ ধর্মে সন্ত্রাস- জঙ্গিবাদ – সাম্প্রদায়িক বিদ্বেষের কোনও স্থান নেই।যারা সামাজিক পরিমন্ডলে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে ইসলাম কায়েম করতে চায়, তারা কখনও শান্তির ধর্ম ইসলামের অনুসারী হতে পারে না।