পার্লামেন্টস এন্ড গ্লোবাল গভার্নেন্সঃ দ্যা আনফিনিশড এজেন্ডা শির্ষক এক আলোচনা সভায় স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী জনগণের জীবন মান উন্নয়নে সংসদীয় কার্যক্রম জোরদার করার তাগিদ দিয়েছেন। বুূধবার ৮ সেপ্টেম্বর রাতে ইন্টারপার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) এর উদ্যোগে জাতিসংঘ ও অস্ট্রিয়ান পার্লামেন্টের সহযোগিতায় অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিত পঞ্চম ওয়ার্ল্ড কনফারেন্স অব স্পীকার অব পার্লামেন্ট এর “পার্লামেন্ট এন্ড গ্লোবাল গভার্নেন্স” দ্যা আনফিনিশড এজেন্ডা শীর্ষক আলোচনায় স্পীকার এসব কথা বলেন। তিনি আরও বলেন সংসদ জনগণের আশা আকাঙ্খাকার প্রতীক। সংসদ সদস্য ও জনপ্রতিনিধিরা জনগণের কল্যাণে দায়িত্বশীল ভুমিকা রাখেন। সরকারের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে জনগণের জীবন মানের উন্নয়নে আইনের শাসন, স্বচ্ছতা ও সুশাসন সমুন্নত করে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সংসদীয় কার্যক্রম গতিশীল ও জোরদার করতে হবে।