শিক্ষামন্ত্রী ডা. দীপুমণি বলেন, শিক্ষাকে জীবন ও সংস্কৃতিমুখী করা হচ্ছে বলে জানিয়েছেন। মঙ্গলবার (২৬ অক্টোবর) ইনডিপেনডেন্স ইউনিভার্সিটি বাংলাদেশ আইইউবি’ র ২১ ও ২২ তম সমাবর্তন অনুষ্ঠানে তিনি এসব কথা জানান। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের প্রতিনিধি হিসেবে অনুষ্ঠানে সভাপতির ভাষণ দেন এবং গ্র্যাজুয়েটদের মধ্যে সনদ বিতরণ করেন শিক্ষামন্ত্রী ডা.দীপুমণি। সমাবর্তন অনুষ্ঠানে অনলাইনে সভাপতির বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন,” শিক্ষা ক্ষেত্রে বাংলাদেশের অনেক অর্জন, তবে আরও অনেক কিছু অর্জন করতে হবে।আমাদের লক্ষ্য শিক্ষাকে সবার কাছে পৌঁছে দেওয়া। শিক্ষাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা এবং জীবন ও সংস্কৃতিমুখী,সৃজনশীল এবং আনন্দময় করা”।