খাগড়াছড়ির দীঘিনালায় হামলার প্রতিবাদে রাজধানীর শাহবাগ মোড়ে অবরোধ করেছে পাহাড়ি জনগোষ্ঠীর সদস্যরা। শুক্রবার দুপুর ১২টার দিকে ‘বিক্ষুব্ধ জুম্ম ছাত্র জনতা’ ব্যানারে শতাধিক ব্যক্তি এই অবরোধে অংশ নেয়।
এর আগে সকাল সাড়ে ১০টায় তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এক সমাবেশের আয়োজন করে। সমাবেশে বক্তারা পাহাড়িদের বাড়ি-ঘর, ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার তীব্র নিন্দা জানান এবং এসব ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলেন।
দুপুর ১২টার কিছু আগে, বিক্ষোভকারীরা মিছিল সহকারে শাহবাগ মোড়ে পৌঁছায় এবং প্রায় ২০ মিনিট ধরে মোড় অবরোধ করে রাখে।