যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন কনজারভেটিভ পার্টির পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস সোমবার ( ৫ সেপ্টেম্বর) ভোটাভুটির পর তার নাম ঘোষণা করা হয়।
মঙ্গলবার ( ৬ সেপ্টেম্বর) স্কটল্যান্ডের বালমোরালে রানীর সঙ্গে দেখা করেই দায়িত্ব গ্রহণ করবেন ৪৭ বছর বয়সী ট্রাস। প্রধানমন্ত্রীর দৌড়ে তার প্রতিদ্বন্দ্বী ছিলেন কনজারভেটিভ পার্টির সাবেক চ্যান্সেলর রিশি সুনাক।উল্লেখ্য লকডাউনের বিধিনিষেধ উপেক্ষা করে মদের পার্টি কেলেঙ্কারি,উচ্চ মূল্যস্ফীতিসহ বিভিন্ন ইস্যুতে প্রচণ্ড চাপের মুখে থাকা বরিস জনসন গত ৭ জুলাই ব্রিটেনের প্রধানমন্ত্রীর পদ থেকে অব্যাহতি নিতে বাধ্য হন। তার পদত্যাগের পর শুরু হয় দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী বাছাইয়ের প্রক্রিয়া।