শিল্পগোষ্ঠী যমুনা গ্রুপ, ই-কমার্স প্রতিষ্ঠান ই-ভ্যালিতে বিনিয়োগ করবে না বলে সিদ্ধান্ত নিয়েছে। যমুনা গ্রুপের পরিচালক (মার্কেটিং সেলস অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ আলমগীর আলম গতকাল সোমবার তার ফেইসবুক একাউন্টে এক জরুরি গনবিজ্ঞপ্তির মাধ্যমে এ কথা বলেছেন। মোহাম্মদ আলমগীর আলম বিজ্ঞপ্তিতে বলেছেন কোন চুড়ান্ত বিনিয়োগের আগে পুঙ্খানুপুঙ্খ ভাবে পর্যালোচনা করে এবং পুনঃপর্যালোনা ছাড়া কোন ব্যবসায়িক খাতে শতশত কোটি টাকা বিনিয়োগ করার অবিবেচনা প্রসূত সিদ্ধান্ত গ্রহণ করে যমুনা গ্রুপ দীর্ঘ সময়ের সুনাম, মেধা, কষ্টার্জিত অর্থ ও সম্মানকে ঝুঁকিতে ফেলতে রাজি নয়।