চলতি বছরের (২০২২) সেপ্টেম্বরে অর্থৎ আগামী মাসে অবসরে যাচ্ছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক ( আইজিপি) ড.বনজীর আহমেদ। ইতিমধ্যেই তার উত্তরসূরি নিয়ে আলোচনা শুরু হয়েছে। বেশ কয়েকজন অতিরিক্ত আইজিপির নাম শোনা গেলেও নিশ্চিত করে কেউ কিছু বলতে পারছেন না।
তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে, ড. বেনজীর আহমেদই আইজিপি হিসেবে দায়িত্বে থাকছেন। তার চাকুরির মেয়াদ বাড়ানো হতে পারে। আইজিপি হওয়ার আগে ডিএমপি কমিশনার র্্যাব মহাপরিচালক হিসেবে সফলতা দেখিয়েছেন বেনজীর আহমেদ। তার কাছ থেকেই সর্বোচ্চ সেবা পেতে চায় রাষ্ট্র। সংশ্লিষ্টরা বলছেন ২০২৩ সালের শেষে অথবা ২০২৪ সালের শুরুতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রতিটি নির্বাচনেই গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হিসেবে বিবেচিত হয় দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং পুলিশের ভূমিকা। নির্বাচনকালীন সেই পুলিশ বাহিনীর নেতৃত্বে কে থাকছেন,সেটা বেশ গুরুত্বপূর্ণ। এ কারণে বেনজীর আহমেদের চাকুরির মেয়াদ বাড়ানো হতে পারে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অপর এক সূত্র জানায়, শুধু পুলিশ প্রধান নন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দফতরের প্রধানদের নিয়োগ ও চাকুরির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির দপ্তর থেকে হয়। এবারও সেখান থেকেই হবে।তবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে না যায় সে জন্য অভিজ্ঞ হিসেবে ড.বনজীর আহমেদের চাকুরির মেয়াদ বাড়ানো হতে পারে। নির্বাচন ২০২৩ সালের ডিসেম্বর বা ২০২৪ সালের জানুয়ারিতে অনুষ্ঠিত হবে। সে ক্ষেত্রে আইজিপির মেয়াদ দেড় বছর থেকে সর্বোচ্চ দুই বছর পর্যন্ত বাড়ানো হতে পারে।
সূত্রঃ ঢাকা পোস্ট
Post Views: ৯৬