মালয়েশিয়ায় কর্মীদের বেতন বৃদ্ধি কার্যকরের ঘোষণা দেয়া হয়েছে। দেশটির নিয়োগ কর্তা এবং শিল্প মালিকরা শ্রমিকদের নূন্যতম মজুরি নীতিতে সম্মত হয়েছেন।যা ১ লা মে থেকে কার্যকর হবে বলে জানিয়েছেন সে দেশের মানব সম্পদ মন্ত্রী দাতুক সেরি এম সারাভানান।গতকাল শুক্রবার (১৫ এপ্রিল) সারাভানান দেশটির গণমাধ্যমে বেতন বৃদ্ধি কার্যকরের ঘোষণা দেন। তবে সরকারের এ ঘোষণার পরও কর্মীরা বাড়তি বেতন পাবেন কি না এ নিয়ে অনেকেই সন্দেহ প্রকাশ করেছেন। কারণ বেসরকারি সেক্টরের মালিক পক্ষের অনেকেই বেতন বৃদ্ধির ঘোষণা দেয়ার পরও তা মানতে চান না।