শনিবার ভিয়েতনামের স্বাস্থ্য মন্ত্রনালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, মহামারি প্রতিরোধ করতে স্বাস্থ্য মন্ত্রনালয় “আবদালা” টিকার অনুমোদন দিয়েছে।ভিয়েতনামের স্বাস্থ্য কর্তৃপক্ষ অষ্টম করোনা টিকা হিসেবে আমেরিকার সমাজতান্ত্রিক দেশ কিউবার করোনা টিকা আবদালা র অনুমোদন দিয়েছে। ভিয়েতনাম ও কিউবার মধ্যকার সম্পর্ক জোরদার করতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।