রাজশাহীর গোদাগাড়ী পৌর আওয়ামী লীগের ৯ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোহাম্মদ ওমর ফারুককে ভারতে পালানোর সময় আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ ইমিগ্রেশন চেকপোস্ট সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়। আটকের সময় তার কাছ থেকে সাড়ে ২৮ হাজার টাকা, মোবাইল, এবং ডেবিট কার্ড জব্দ করা হয়।
৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া জানান, ওমর ফারুককে শিবগঞ্জ সোনামসজিদ সীমান্তের মেইন পিলার ১৮৬ এর কাছ দিয়ে বাংলাদেশ থেকে ভারতে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করার সময় আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তিনি জানান, ৫ আগস্ট থেকে তিনি বোনের বাড়িতে পালিয়ে ছিলেন এবং গা ঢাকা দেওয়ার জন্য ভারতে পালাতে চেয়েছিলেন।
এই ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে এবং আজ রবিবার ফারুককে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে বিজিবি জানিয়েছে।