ভারতে নভেম্বর মাসেও বহাল থাকছে করোনা সংক্রান্ত বিধিনিষেধ। গত বৃহস্পতিবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কোভিড বিষয়ক বিধিনিষেধের সময় সীমা আগামী ৩০ নভেম্বর পর্যন্ত বাড়ানোর কথা জানানো হয়েছে। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ২০০৫ সালের বিপর্যয় মোকাবিলা আইনের ১০(২)(১) ধারা অনুযায়ী করোনা সংক্রান্ত এই বিধিনিষেধ জারি করে সংশ্লিষ্ট রাজ্যগুলোকে প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে।