সামরিক খাতে কোয়ান্টাম প্রযুক্তি ব্যবহারের সম্ভাব্যতা যাচাই করে দেখতে প্রথম কোয়ান্টাম কম্পিউটার হাতে পেয়েছে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। দ্রুত গতিতে জটিল হিসাব -নিকাশের সক্ষমতা আছে কোয়ান্টাম কম্পিউটারের।প্রচলিত কম্পিউটার গুলোর সক্ষমতার বাইরের সমস্যাগুলোর ও এ প্রযুক্তি সমাধান করতে পারবে বলে গবেষকদের প্রত্যাশা।বিবিসি জানিয়েছে, প্রতিরক্ষা খাতে কোয়ান্টাম প্রযুক্তি ব্যবহার নিয়ে গবেষণা করতে ব্রিটিশ কোম্পানি “অর্কা কম্পিউটিং” এর সঙ্গে কাজ করছে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়।কোয়ান্টাম কম্পিউটার হাতে পাওয়াকে একটি মাইলফলক হিসেবে বর্ণনা করেছেন মন্ত্রণালয়ের ডিফেন্স সায়েন্স অ্যান্ড টেকনোলজি ল্যাবরেটরির (ডিএসটিএল)জ্যেষ্ঠ গবেষক স্টিফেন টিল।