বিশ্বজুড়ে চলমান অর্থনৈতিক মন্দাসহ সংকটময় পরিস্থিতির নেতিবাচক প্রভাব যেন বাংলাদেশে না পড়ে সে জন্য সতর্কতামূলক ৭ সিদ্ধান্ত নিয়েছে সরকার।
সরকারের ব্যয় কমাতে বুধবার (২০ জুলাই) বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সচিবদের সঙ্গে এক বৈঠক শেষে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস এ সব সিদ্ধান্তের কথা জানান।সিদ্ধান্ত গুলো হলো-
* সরকারি সব অফিসে বিদ্যুতের ব্যবহার ২৫ শতাংশ এবং জ্বালানি খাতে বাজেট বরাদ্দের ২০ শতাংশ কমানো হবে।
* অধিকাংশ সভা অনলাইনে আয়োজন করতে হবে।
* বিদেশ ভ্রমন যথাসম্ভব পরিহার করতে হবে।
* খাদ্যদ্রব্যসহ নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে বাজার মনিটরিং, মোবাইল কোর্টের মাধ্যমে মজুতদারির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনসহ অন্যান্য পদক্ষেপ জোরদার করতে হবে।
* শিক্ষার্থীদের ব্যক্তিগত গাড়ি ব্যবহার পরিহারের উপায় বের করতে শিক্ষামন্ত্রনালয়কে অনুরোধ করা হবে বলেও জানান ড. আহমদ কায়কাউস।
* অভ্যন্তরীণ সম্পদ সংগ্রহ বাড়াতে অর্থবছরের শুরু থেকেই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করতে হবে এবং লক্ষ্যমাত্রা অর্জনে এনবিআরকে কার্যকর ব্যবস্থা নিতে হবে।
* প্রতিটি মন্ত্রণালয় নিজস্ব ক্রয় পরিকল্পনা পুনঃপর্যালোচনা করে রাজস্ব ব্যয় হ্রাসের উদ্যোগ গ্রহন করবে।
Post Views: ১৩৮