বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান জাতিকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে ধর্ম ও বর্ণের ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, “আমরা কোনো ধর্মের ভিত্তিতে দেশের নাগরিকদের মধ্যে বৈষম্য করি না। আমরা সবাই এক বাগানের বিভিন্ন ফুলের মতো, বাংলাদেশের গর্বিত নাগরিক। সত্যিকার অর্থে যারা দেশকে ভালোবাসে, তারা প্রতিহিংসার রাজনীতিতে লিপ্ত হবে না।”
রোববার (১৮ আগস্ট) বিকেলে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের উদ্যোগে আয়োজিত বৌদ্ধ ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বৌদ্ধ সম্প্রদায়ের উদ্দেশ্যে তিনি বলেন, “রাষ্ট্রীয় নিরাপত্তার বাইরেও যদি আপনারা নিজেদের সুরক্ষার জন্য জামায়াতের সহায়তা চান, আমরা সর্বদা আপনাদের পাশে দাঁড়াতে প্রস্তুত।” তিনি আরও উল্লেখ করেন, “গত ১৬ বছর ধরে জামায়াতের প্রতি বিভিন্ন অন্যায় ও জুলুম চালানো হয়েছে। আমাদের নেতাদের ষড়যন্ত্র করে হত্যা করা হয়েছে, অসংখ্য নেতাকর্মীকে কারাগারে নিক্ষেপ করা হয়েছে। কিন্তু আমরা বিশ্বাস করি রাজনীতিতে প্রতিশোধের কোনো স্থান নেই। আমাদের উচিত উদার মন নিয়ে সব ধর্ম-বর্ণের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গঠনে অবদান রাখা।”
সভায় বাংলাদেশ বৌদ্ধ ফেডারেশনের প্রধান উপদেষ্টা প্রফেসর সুকমল বড়ুয়া জামায়াতে ইসলামীর এই উদ্যোগের প্রশংসা করে বলেন, “এর মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি বৃদ্ধি পাবে এবং আমাদের মধ্যে থাকা ভুল বোঝাবুঝি দূর হবে।”
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুল। সভায় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান, সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারসহ অন্যান্য নেতৃবৃন্দ। বৌদ্ধ ধর্মাবলম্বী নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন প্রফেসর সুকমল বড়ুয়া, ভদন্ত স্বরূপানন্দ ভিক্ষু, ডা. অজয় প্রকাশ চাকমা এবং আরও অনেকে।