সাবেক আইজিপি (মহাপরিদর্শক) বেনজীর আহমেদকে দেশ ছাড়তে সহায়তা করার অভিযোগে নারী পুলিশ কর্মকর্তা শাহেদা সুলতানাকে বদলি করা হয়েছে। র্যাব থেকে তাকে রাজশাহী রেঞ্জ ডিআইজি কার্যালয়ে স্থানান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) পুলিশ মহাপরিদর্শক মো. ময়নুল ইসলামের স্বাক্ষরিত একটি আদেশে শাহেদা সুলতানাসহ আরও ১৩ পুলিশ কর্মকর্তাকে বদলির নির্দেশ দেওয়া হয়।
এ ঘটনায় আগে, বেনজীর আহমেদকে বিদেশে পালাতে সাহায্য করার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। জানা যায়, চলতি বছরের ৪ মে রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সিসিটিভি ফুটেজে দেখা যায়, দুর্নীতির অভিযোগে অভিযুক্ত বেনজীর আহমেদ সিঙ্গাপুর এয়ারলাইনসে উঠার জন্য সিকিউরিটি চেক পার হচ্ছেন। সেসময় র্যাবের অপারেশন উইংয়ে সিনিয়র সহকারী পরিচালক হিসেবে কর্মরত শাহেদা সুলতানাকে বেনজীর আহমেদকে সিকিউরিটি চেক পার করতে সহায়তা করতে দেখা যায়।
গভীর তদন্তে জানা গেছে, শাহেদা সুলতানা বেনজীর আহমেদের পরিবারের ঘনিষ্ঠ ছিলেন এবং বেনজীরের র্যাব মহাপরিচালক থাকাকালে তার সঙ্গেও কাজ করেছেন। পরে বেনজীরের আইজিপি হওয়ার পর শাহেদা সুলতানা আইজিপি সেকশনে পোস্টিং পান এবং সেখানে বেনজীরের স্ত্রীর প্রটোকল অফিসার হিসেবে কাজ করেন। অবসরে যাওয়ার পর তিনি আবার র্যাব সদর দফতরের অপারেশন উইংয়ে কর্মরত হন এবং সেই সময়ই বেনজীরকে দেশ ছাড়তে সাহায্য করেন।
এ বিষয়ে র্যাবের সদ্য যোগদান করা মহাপরিচালক (ডিজি) এ কে এম শহীদুর রহমান জানিয়েছেন, তারা ঘটনাটি সম্পর্কে অবগত এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তবে, এখনো কোনো তদন্ত কমিটি গঠন করা হয়নি।
এদিকে, শাহেদা সুলতানার প্রতিক্রিয়া জানার জন্য তার নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলে সেটি বন্ধ পাওয়া গেছে।