ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস গতকাল (২৫ ডিসেম্বর) তার বার্ষিক বড়দিনের বার্তায় বলেন, ” বিশ্বে শান্তির দুর্ভিক্ষ চলছে”। তিনি সতর্ক করে বলেছেন যে, ” সংকট ও দুর্ভোগের প্রতি বিশ্ব এতটাই অসংবেদনশীল হয়ে উঠেছে যে, যখন এগুলো ঘটে চলেছে কিন্তু কেউ আমলে নিচ্ছে না “।