জলবায়ু পরিবর্তন জনিত ক্ষতির কারণে প্রায় ১০০ কোটি শিশু ” খুবই উচ্চ ঝুঁকিতে” রয়েছে (১৯ অক্টোবর) কিডস রাইটস এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। মানবাধিকার সংস্থাটি এ বিষয়ে সতর্ক করে বলেছে, গত এক দশকে শিশুদের জীবন মান উন্নত হয়নি।জাতিসংঘের সংস্থাসমুহের পাঠানো তথ্যের ভিত্তিতে ডাচভিত্তিক এনজিও ” দ্য কিডস রাইটস ” বলেছে, বিশ্বের এক তৃতীয়াংশ শিশু যার সংখ্যা প্রায় ৮২ কোটি তারা বর্তমানে তাপপ্রবাহের ধকল সামলাচ্ছে। বিশ্বব্যাপী ৯২ কোটি শিশু পানি ঘাটতির শিকার। ম্যালেরিয়া ও ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে প্রায় ৬০ কোটি বা প্রতিচারজনে একজন শিশু। দ্য কিডস রাইটস প্রথম ও একমাত্র সংস্থা যারা বার্ষিকভাবে কীভাবে শিশু অধিকারকে সম্মান জানানো হয় তার একটি রেংকিং বা পরিমাপ তৈরী করেছে। এ ক্ষেত্রে ১৮৫ টি দেশের মধ্যে আইসল্যাণ্ড, সুইডেন ও ফিনল্যান্ড রেংকিংএর একেবারে প্রথম সারিতে রয়েছে। সবচেয়ে খারাপ পরিস্থিতি সিয়েরালিওন, আফগানিস্তান ও চাদের।কিডস রাইটস সূচকে বলা হয়েছে গত দুই দশকে এ প্রথমবারের মতো শিশু শ্রমিকের সংখ্যা বেড়ে ১৬ কোটিতে দাঁড়িয়েছে।