নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন আতঙ্কে বিশ্বব্যাপী ফ্লাইট বন্ধের পরিকল্পনা আবারও আলোচনায় এসেছে।আজ সোমবার (২৯ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে দক্ষিণ আফ্রিকায় নতুন ভ্যারিয়েন্ট শনাক্তের সংবাদে বিশ্ব ব্যাপী সৃষ্টি হয়েছে নতুন শঙ্কা।আন্তর্জাতিক বাজারেও এর প্রভাব পড়ে। করোনা মহামারীর কারণে প্রায় দুই বছর ধরে বিশ্ব বাণিজ্যে স্থবিরতা বিরাজ করছে। এটি কাটিয়ে ওঠার চেষ্টায় যখন দেশগুলো ধীরে ধীরে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে, ঠিক তখনই করোনার নতুন ভ্যারিয়েন্টের বিস্তারে বিশ্ব ব্যাপী দেখা দিয়েছে নতুন সংকট। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করে বলেছে,ওমিক্রনের তীব্রতার মাত্রা সম্পর্কে তথ্যের ঘাটতি থাকায় এ বিষয়ে সিদ্ধান্ত নিতে আরও বেশ কয়েকদিন বা কয়েক সপ্তাহ লেগে যেতে পারে।