বিশ্বকাপে বাংলাদেশের না থাকা কষ্টকর বলে মন্তব্য করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ” বিশ্বকাপ হচ্ছে, আমাদের টিম নেই এটা আসলে কষ্ট দেয়।রোজ খেলা দেখি,আর এটা ভাবি”। বুধবার (২৩ নভেম্বর) রাজধানীর আর্মি স্টেডিয়ামে ” বঙ্গবন্ধু আন্ত বিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপ’র তৃতীয় আসরের সমাপনী ও পদক বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।