বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার পদত্যাগ করেছেন। শুক্রবার (৯ আগস্ট) ব্যক্তিগত কারণে পদত্যাগের সিদ্ধান্ত নেন এবং তার পদত্যাগপত্র আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো. আবদুর রহমান খানের কাছে পাঠান। সূত্র অনুযায়ী, বেলা তিনটার দিকে গভর্নর তার পদত্যাগপত্র জমা দেন এবং ব্যক্তিগত অসুবিধার কারণ উল্লেখ করেন।
তালুকদারের পদত্যাগের পর থেকে বাংলাদেশ ব্যাংকে এক ধরনের অস্থিরতা সৃষ্টি হয়েছে। ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের পর গভর্নর আব্দুর রউফ তালুকদার বাংলাদেশ ব্যাংকে যাননি এবং তার সরকারি বাসভবন গভর্নর হাউসেও অনুপস্থিত রয়েছেন।
আব্দুর রউফ তালুকদার ২০২২ সালের ১১ জুন বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে চার বছরের জন্য নিয়োগ পান, তবে তার দায়িত্ব গ্রহণ শুরু হয় ১২ জুলাই। গভর্নর হিসেবে যোগ দেওয়ার আগে তিনি অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব ছিলেন।
তার শাসনামলে বাংলাদেশ ব্যাংক বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছে। ব্যাংক খাতের দুর্নীতি, অনিয়ম, খেলাপি ঋণ, অর্থ পাচার এবং ডলার সংকটের মতো বিষয়গুলো ব্যাংকটির কার্যক্রমকে বড় ধরনের প্রশ্নের মুখে ফেলেছে। চলতি বছরে, গভর্নর তালুকদার সরকারি-বেসরকারি বেশ কয়েকটি ব্যাংকের একীভূতকরণের উদ্যোগ নিলেও, এই প্রক্রিয়া শেষ পর্যন্ত বিতর্কিত হয়ে পড়ে।
তালুকদারের পদত্যাগের পর নতুন গভর্নরের নিয়োগ এবং ব্যাংক খাতের সংকট মোকাবেলায় কী পদক্ষেপ নেয়া হবে, তা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যাংক খাতের কার্যকরী পুনর্গঠন ও সংস্কার প্রক্রিয়া শুরু না হলে, দেশের অর্থনৈতিক স্থিতিশীলতার ওপর এর প্রভাব অব্যাহত থাকবে।