বাংলাদেশের ইতিহাসে ভয়াল আগস্ট। ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পর এ দেশে আরেকটি জঘন্যতম হত্যাকাণ্ডের ঘটনা ২১ আগস্টের গ্রেনেড হামলা। এটি দেশের ইতিহাসের আরেক কলঙ্কিত অধ্যায়।২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে সন্ত্রাসের বিরুদ্ধে আওয়ামী লীগের শান্তির সমাবেশে তৎকালীন বিরোধী দলের নেতা ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে এ গ্রেনেড হামলা চালানো হয়েছিল। রোববার ২১ আগস্ট সেই ভয়াল গ্রেনেড হামলা দিবস। বাঙালির অবিসংবাদিত নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ১৯৭৫ সালের ১৫ আগস্ট পরিবারের অধিকাংশ সদস্য হত্যার পর এই আগস্ট মাসেই আরেকটি রক্তাক্ত ও কলঙ্কিত অধ্যায়ের সৃষ্টি হয়।এ দিন রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আওয়ামী লীগের ” সন্ত্রাস,জঙ্গিবাদ ও দুর্নীতিবিরোধী ” শান্তিপূর্ণ সমাবেশে গ্রেনেড হামলা চালিয়ে ২৩ জনকে হত্যা করা হয়।এ গ্রেনেড হামলায় প্রধান টার্গেট ছিলেন তৎকালীন বিরোধী দলের নেতা এবং বঙ্গবন্ধু কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই ভয়াবহ হামলায় শেখ হাসিনা সহ পাঁচ শতাধিক নেতাকর্মী ও সাধারণ মানুষ আহত হন।১৯৮১ সালে দেশে ফেরার পর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে বহুবার হত্যার চেষ্টায় তার উপরে হামলা চালানো হয়।শেখ হাসিনার উপর যতবার হামলা হয়েছে ২১ আগস্ট গ্রেনেড হামলা ছিল সেগুলোর মধ্যে সবচেয়ে ভয়ংকর। এই গ্রেনেড হামলাকারীদের পৃষ্ঠপোষক হিসেবে তৎকালীন বিএনপি- জামায়াত জোট সরকারের প্রভাবশালী ব্যক্তিদের সম্পৃক্ততার তথ্য পরবর্তীতে বেড়িয়ে আসে।এ গ্রেনেড হামলায় আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক নারী নেত্রী আইভি রহমান গুরুতর আহত হন। পরে ২৪ আগস্ট তিনি হাসপাতালে মারা যান।