স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, জিম্বাবুয়ে ফেরত বাংলাদেশি দুই নারী ক্রিকেটার করোনা ভাইরাসের নতুন ধরণ ওমিক্রনে আক্রান্ত শনাক্ত হয়েছেন। আমরা কন্টাক্ট ট্রেসিং করছি,সবাইকে পরীক্ষার আওতায় এনেছি। যারা সঙ্গে ছিলো বা সংস্পর্শে এসেছে, সবার পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। আজ শনিবার (১১ ডিসেম্বর) সাংবাদিকদের ব্রিফিংকালে স্বাস্থ্য মন্ত্রী জানান,ওমিক্রনে আক্রান্ত দুজনই স্বাভাবিক আছেন। কারও কোনও ধরনের জটিল উপসর্গ নেই। স্বাস্থ্য মন্ত্রী বলেন, জিম্বাবুয়ে থেকে আসা আমাদের দুই নারী ক্রিকেটার যাদের শরীরে ওমিক্রন ভাইরাস পাওয়া গেছে, তাদের আমরা কোয়ারেন্টিনে রেখেছি এবং তারা সুস্থ আছে। তাদের যা যা চিকিৎসা দরকার সেগুলো ব্যবস্থা করা হয়েছে। মাঝে মাঝেই পরীক্ষা করে দেখা হচ্ছে কী অবস্থায় আছে। পুরোপুরি সেরে ওঠতে হয়তো কিছুদিন সময় লাগবে।অন্তত দুই সপ্তাহ সময় লাগবে। পুরোপুরি যখন সেরে ওঠবে তখনই আমরা তাদের ছাড়তে পারবো।