সারাদেশে বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের নতুন বই দেয়া হবে। বই হাতে পাওয়ার দুই সপ্তাহ পর এসএসসি পরীক্ষা শুরু হবে। বুধবার (৬ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ সব তথ্য জানান শিক্ষামন্ত্রী দীপুমণি। তিনি বলেন,দেশের বিভিন্ন জেলায় বন্যা হওয়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করেছি। বর্তমানে অনেক এলাকায় পানি কমে গেছে আবার কিছু এলাকায় পানি রয়েছে।বন্যায় অনেক শিক্ষার্থী তাদের বই হারিয়ে ফেলেছে বা নষ্ট হয়ে গেছে। ঠিক কতজন শিক্ষার্থীর বই নষ্ট হয়েছে সেই তালিকা তৈরি করা হচ্ছে। তালিকা পাওয়ার পর পাঠ্য বইয়ের বাড়তি মজুত থেকে তাদের বই দেয়া হবে। তারা বই পাওয়ার দুই সপ্তাহ পর এসএসসি পরীক্ষা হবে।