ভারতের ত্রিপুরা রাজ্যে প্রবল বৃষ্টির কারণে সৃষ্ট বন্যা ভয়াবহ রূপ নিয়েছে। গত চার দিনে সেখানে অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২২ আগস্ট) ধসের ফলে একই পরিবারের সাতজনসহ আরও কয়েকজন প্রাণ হারিয়েছেন, এমনটাই জানানো হয়েছে ভারতীয় সংবাদমাধ্যমে।
ভারতের আবহাওয়া অধিদপ্তর সতর্ক করেছে যে, ত্রিপুরার বিস্তীর্ণ এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে। এরই মধ্যে রাজ্যের আটটি জেলায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে।
আনন্দবাজার পত্রিকার অনলাইন প্রতিবেদনে বলা হয়েছে, টানা চারদিনের বৃষ্টির ফলে ত্রিপুরার একাধিক নদীর পানি বিপৎসীমার উপর দিয়ে বইছে। বিশেষ করে ধলাই, খোয়াই, দক্ষিণ ত্রিপুরা, পশ্চিম ত্রিপুরা, উত্তর ত্রিপুরা এবং উনকোটি জেলাগুলোর বিভিন্ন গ্রাম ও ফসলি জমি পানিতে তলিয়ে গেছে। এতে অন্তত ১৭ লাখ মানুষ বন্যায় বিপর্যস্ত হয়েছে।
ত্রিপুরার গোমতি জেলা বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, পাশাপাশি দক্ষিণ ত্রিপুরা ও উনকোটি জেলাতেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। রাজ্যজুড়ে ৪৫০টির বেশি ত্রাণশিবির স্থাপন করা হয়েছে, যেখানে বর্তমানে ৬৫ হাজার ৪০০ জন মানুষ আশ্রয় নিয়েছেন।
এদিকে, অবিরাম বৃষ্টিপাতের কারণে ত্রিপুরায় ধসের ঘটনাও বেড়ে চলেছে, যা রাজ্যের পরিস্থিতিকে আরও খারাপ করে তুলছে। বন্যার কারণে ত্রিপুরার ট্রেন পরিষেবা স্থগিত করা হয়েছে এবং সব স্কুল-কলেজ বন্ধ রাখা হয়েছে। এছাড়া একাধিক জেলায় টেলিযোগাযোগ ব্যবস্থাও ব্যাহত হয়েছে।
এই পরিস্থিতিতে আবহাওয়া অফিস আশার কোনো বার্তা দিতে পারছে না। শুক্রবারও রাজ্যের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে এবং রেড অ্যালার্ট জারি থাকবে শনিবার পর্যন্ত।