বন্ধ হচ্ছে খোলা তেল বিক্রি। এর আগে কয়েকবার এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হলেও এবার বিষয় টি নিয়ে কঠোর অবস্থানে সরকার। সিদ্ধান্ত অনুসারে আগামী ৩১ জুলাই থেকে খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধ হচ্ছে। খোলা পাম অয়েল বিক্রি বন্ধ হবে ৩১ ডিসেম্বর থেকে। বাজারে প্যাকেটজাত প্রক্রিয়া ব্যতীত এ সব তেল পাওয়া যাবে না। খোলা তেলে ভেজাল মেশানো সহজ।তাছাড়া কোন পর্যায়ে সয়াবিন ও পাম অয়েল ভেজাল মিশ্রিত হচ্ছে,তা নির্দিষ্ট করাও কঠিন। এসব বিষয় মাথায় রেখেই খোলা তেল বিক্রি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার।