বঙ্গবন্ধু বিপিএল ২০২২ এ চমক দেখালো ঢাকা
বছর ঘুরে আবারো বিপিএলের আবহ । আসল উন্মাদনা শুরু প্লেয়ার ড্রাফটের মাধ্যমে ।হয়ে গেলো বাংলাদেশ প্রিমিয়ার লীগের প্লেয়ার্স ড্রাফট, ৬ টি ফ্রেঞ্চাইজি , সর্বনিম্ন ১০ জন দেশি প্লেয়ার এবং আটজন বিদেশী ক্রিকেটার দলে নেয়ার সুযোগ পেয়েছেন । ঢাকা বাদে ডিরেক্ট সাইনিং চারজন করে প্লেয়ারস সব দলই আগে টেনে নিয়েছে ।
চমক দেখিয়েছে ঢাকা । বিসিবির পরিচালনায় দলটির একমাত্র ডিরেক্ট সাইনিং বাংলাদেশের টি-২০ ক্যাপ্টেন মাহমুদুল্লাহ রিয়াদ । এরপর দলে ভিড়িয়েছে ওয়ানডে ক্যাপ্টেন তামিম ইকবাল ও ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক , বিপিএলের সবচেয়ে সফল অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে । এছাড়াও নাঈম শেখ , রুবেল হোসেন শুভাগত হোমসহ আফগান চার ক্রিকেটার খেলবেন বিসিবির দলে ।
ড্রাফট থেকে একজন প্লেয়ার পছন্দ করার সুযোগ পেয়ে লিটন দাসকে দলে ভিড়িয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ।এছাড়া ডিরেক্ট সাইনিং মোস্তাফিজুর , ইমরুল কায়েস, মুমিনুলদের সাথে রয়েছে বিদেশী ফাফ ডু প্লেসি, মঈন আলী ও সুনীল নারাইনরা ।
বাকি ফ্রেঞ্চাইজিরা তুলনামূলকভাবে তরুণ প্লেয়ারদের প্রতি বেশি ঝুঁকেছে । চট্টগ্রামে খেলবেন আফিফ , শামীম পাটোয়ারী, মেহেদি মিরাজ ও সাব্বির রহমানসহ ডিরেক্ট সাইনিং নাসুম ও চারজন ক্যারিবীয় ক্রিকেটার । ফরচুন বরিশাল আগেই সাইন করিয়েছিল বাংলাদেশের পোস্টারবয় সাকিব আল হাসানকে । এছাড়াও তারা চমক দেখিয়েছেন দলে ভিড়িয়ে ইউনিভার্স বস খ্যাত ক্রিস গেইলকে । আরও দলে রয়েছে আফগান মুজিবুর সহ নুরুল হাসান সোহান , নাজমুল শান্তরা ।
ড্রাফট থেকে সবচেয়ে কম প্লেয়ার কিনেছে খুলনা টাইগারস ।এখানে সৌম্য সরকার, শেখ মেহেদি ও সিকান্দার রাজার সাথে রয়েছে ডিরেক্ট সাইনিং মুশফিকুর রহিম ও বিদেশী থিসারা পেরেরা , রাজা পাকশেরা ।
সিলেট সানরাইজার্সে ডিরেক্ট সাইনিং তাসকিন , দীনেশ চান্দিমালসহ ড্রাফট থেকে নিয়েছে মোসাদ্দেক হোসেন, মিঠুন , আল আমিন , সোহাগ গাজিদের ।
অবিক্রিত নামগুলোও আক্ষেপের , নাসির হোসেন , মোহাম্মদ আশরাফুল ও আবু জায়েদ রাফিরা ।
২১ জানুয়ারী থেকে শুরু হবে বিপিএল এর অষ্টম আসর । ফাইনাল ১৮ ফেব্রুয়ারী ।
স্টাফ রিপোর্টার
আতিকুল ইসলাম আতিক