ফেসবুক লাইভে মাথায় গুলি করে চিত্রনায়ক রিয়াজের শশুরের আত্মহত্যা !
একা থাকা যে কী কষ্ট! যারা একা থাকে তারাই বোঝে। আমার এখন পৃথিবীর মানুষের প্রতি কোন আবেগ নেই। আমি প্রতারিত হয়েছি।” আত্মহত্যার পূর্বে এই কথাগুলো বলছিলেন খুবই হতাশায় জীবন কাটানো ভদ্রলোকটি ।
চিত্রনায়ক রিয়াজের শশুর জনাব আবু মহসিন খান গতকাল বুধবার রাত সাড়ে ৯টার দিকে ধানমণ্ডির নিজ বাসায় বসে তার ফেসবুক আইডি থেকে লাইভে আসেন। সেখানে আত্মীয়-স্বজনের প্রতি ক্ষোভ জানিয়ে কালেমা পড়ে ফেসবুক লাইভে লাইসেন্স করা পিস্তল মাথায় ঠেকিয়ে গুলি করে আত্মহত্যা করেন তিনি।
রাত সোয়া ৯টার দিকে মহসিন আত্মহত্যা করেন। এর আগে দরজায় সাদা কাগজে লিখেন ‘মামা দরজা খোলা, হাতলের হ্যান্ডেল চাপ দিয়ে ভেতরে ঢুক।’
লাইভে ১৫ মিনিটি কথা বলে ১৬ মিনিটের সময় নিজের মাথায় গুলি করেন মহসিন। কালেমা পড়তে পড়তে নিজের মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করেন তিনি।
বুধবার রাতে মহসিনের লাশ উদ্ধারের পর ধানমণ্ডি থানার ওসি ইকরাম আলী মিয়া বলেছিলেন, মৃতদেহের পাশেই তার বৈধ পিস্তলটি পড়ে ছিল। প্রস্তুতি নিয়েই তিনি আত্মহত্যা করেছেন, চিরকূটে সবকিছু লিখেও গেছেন।
ফেইসবুক লাইভে মহসিন খান নিজের ক্যান্সারে আক্রান্ত হওয়ার পাশাপাশি নিজের নিঃসঙ্গ জীবনযাপনে নানা কষ্টের কথা বলেছিলেন। তিনি বিভিন্ন জনের কাছে ৫ কোটিরও বেশি টাকা পান বলেও উল্লেখ করেন । তার স্ত্রী ও ছেলে আমেরিকায় থাকে ।
স্টাফ রিপোর্টার
আতিকুল ইসলাম আতিক