প্রমত্তা পদ্মার বুকে ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হলো।শনিবার ২৫ জুন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিক ভাবে স্বপ্নের এই সেতুর উদ্বোধন ঘোষণা করেন। এর আগে সকাল ১০ টায় মাওয়া প্রান্তে পদ্মা সেতু উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন তিনি। সকাল সাড়ে নয়টার দিকে ঢাকার তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টার যোগে মাওয়া পয়েন্টের উদ্দেশ্যে রওনা করেন সরকার প্রধান।প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ পদ্মা সেতু উদ্বোধন করেছেন। সেতুর উদ্বোধন ঘিরে “পদ্মাকন্যা” খেতাব পাওয়া শেখ হাসিনা ও আমন্ত্রিত অতিথিদের জন্য সম্পুর্ন প্রস্তুত ছিলো মাওয়া প্রান্ত।