বাংলাদেশ প্রথমবারের মতো পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে নতুন ইতিহাস গড়েছে। রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টে পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়ে বাংলাদেশ ২-০ ব্যবধানে সিরিজ জয় নিশ্চিত করে।
পাকিস্তানের কোচ জেসন গিলেস্পি বলেছিলেন, ১৮৪ রানের পুঁজি নিয়েও তারা শেষ বল পর্যন্ত লড়াই করবেন। পাকিস্তানের বোলাররা প্রাণপণ চেষ্টা করলেও, বাংলাদেশের ব্যাটারদের দৃঢ়তায় সেই পরিকল্পনা সফল হয়নি। এতে হাসি ফুটেছে বাংলাদেশি শিবিরে।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপের অধীনে এই দুই ম্যাচের সিরিজে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশ ২-০ ব্যবধানে সিরিজ জয়লাভ করে। ২৪ বছরের টেস্ট ইতিহাসে এর আগে বাংলাদেশ কেবল ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করেছিল। এবার সেই তালিকায় পাকিস্তান যুক্ত হলো। পাকিস্তানের মাটিতে এর আগে কেবল ইংল্যান্ডই তাদের হোয়াইটওয়াশ করতে সক্ষম হয়েছিল। এবার ইংলিশদের পর বাংলাদেশও একই কীর্তি গড়লো, বাবর আজমদের জন্য এটি বিশেষ লজ্জার।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সিরিজের পঞ্চম দিনে বাংলাদেশের প্রয়োজন ছিল ১৪৩ রান। প্রথম সেশনে ৮০ রান সংগ্রহ করে দ্বিতীয় সেশনেই লক্ষ্যে পৌঁছায় বাংলাদেশ।
চতুর্থ দিনের শেষ সেশনে বৃষ্টির কারণে খেলা বন্ধ থাকলেও, পঞ্চম দিন ঝলমলে আবহাওয়ার মধ্যে খেলা শুরু হয়। জাকির হাসান ও সাদমান ইসলাম ভালো শুরু করলেও, মির হামজা তাদের জুটি ভেঙে দেন। জাকির ৪০ রান করে আউট হন। এরপর সাদমানও ২৪ রানে আউট হয়ে ফেরেন।
৭০ রানে দুই উইকেট হারানোর পর নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হক রক্ষণাত্মক খেলতে শুরু করেন। প্রথম সেশন শেষে বাংলাদেশ ১২২ রানে পৌঁছায়। তবে দ্বিতীয় সেশনে শান্ত ৩৮ রানে আউট হলে এবং মুমিনুল ৩৪ রানে বিদায় নিলে চাপ বাড়ে। কিন্তু সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম দৃঢ়তার সাথে বাকি রান পূরণ করেন। সাকিব করেন ২১ রান এবং মুশফিকের ব্যাট থেকে আসে ২২ রান।
এর আগে, প্রথম ইনিংসে পাকিস্তান ২৭৪ রান করে, যার জবাবে বাংলাদেশ ২৬২ রান সংগ্রহ করে। দ্বিতীয় ইনিংসে পাকিস্তান ১৭২ রান করতে সক্ষম হয়। হাসানের পাঁচ উইকেট ও নাহিদ রানার গতির সামনে পাকিস্তান ধুঁকতে থাকে। অবশেষে, পঞ্চম দিনে বাংলাদেশ সহজেই জয় নিশ্চিত করে।
**সংক্ষিপ্ত স্কোর:**
প্রথম ইনিংস (পাকিস্তান): ৮৫.১ ওভারে ২৭৪ রান
প্রথম ইনিংস (বাংলাদেশ): ৮২.৩ ওভারে ২৬২ রান
দ্বিতীয় ইনিংস (পাকিস্তান): ৬২.২ ওভারে ১৭২ রান
দ্বিতীয় ইনিংস (বাংলাদেশ): ৪৪.১ ওভারে ১৮৫/৪