বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আলোচিত ঢাকাই সিনেমার নায়িকা পরিমনির ইস্যু তুলে গণমাধ্যম ও হাইকোর্টের সমালোচনা করেছেন তিনি। তিনি বলেন মানুষের দৃষ্টি ফেরাতে নানা ঘটনার অবতারণ হচ্ছে। দৃষ্টি খালি এক ইস্যু থেকে অন্য ইস্যুতে নিয়ে যাওয়া হয়। আপনারা দেখেছেন আমাদের পত্র পত্রিকা গুলোও ঐ লাইনে চলে গেছে। যেইটা ইস্যু না, কোথাকার কোন পরিমনি, অমুক মনি এসব নিয়ে তারা ঝাপিয়ে পড়তেছে এবং ওটাকে বড় করে হেড লাইন করে। পরিমনিকে বারবার রিমান্ডে নেওয়া নিয়ে হাইকোর্টের অসন্তোষ প্রকাশের প্রসঙ্গ তুলে বিএনপির মহাসচিব বলেন, অন্তত একবার আমরা জানলাম হাইকোর্ট নিন্ম আদালতের কাছে জানতে চাইলো, নিয়মের ব্যতিক্রম করে কেন এত বার রিমান্ডে নেওয়া হয়েছে। কিন্তু আমাদেরকে যখন রিমান্ডে নেওয়া হয় নিয়ম ব্যতিক্রম করে, যখন রাজনৈতিক নেতাদেরকে অত্যাচার করা হয় রিমান্ডের মধ্যে দিয়ে সেই সম্পর্কে তারা কিন্তু কথা বলে না।