সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সবুজ পতাকা উড়িয়ে উড়ালপথে মেট্রোরেলের পরীক্ষামূলক চলাচল উদ্বোধন করলেন
আজ বেলা ১১ টা ৫০ মিনিটে উত্তরা নর্থ স্টেশন থেকে পল্লবী স্টেশন পর্যন্ত চলাচল শুরু করে মেট্রোরেলের একটি ট্রেন। এ সময় ট্রেনটির গতিবেগ ছিল ঘণ্টায় ২৫ কিলোমিটার।
উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বলেন, মেট্রোরেল এখন আর স্বপ্ন নয়। আগামী বছরের ডিসেম্বরে তরুণ প্রজন্মের স্বপ্নের প্রকল্প মেট্রোরেলের বাণিজ্যিক কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। আগামী বছর মেট্রোরেল ছাড়াও পদ্মাসেতু এবং কর্ণফুলী টানেল প্রকল্পও উদ্বোধন হবে বলে এ সময় জানান মন্ত্রী।