পরিবার পরিকল্পনা অধিদপ্তরের এমসিএইচ সার্ভিসেস ইউনিটের উদ্যোগে এবং ইউএনএফপিএর অর্থায়নে ৩২ জন মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে। এই নিয়োগে শুধুমাত্র নারী প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রাতিষ্ঠানিক প্রসবসেবা জোরদার করার লক্ষ্যে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার মধ্যনগর এবং নোয়াখালীর সেনবাগ উপজেলার কানকিরহাট মা ও শিশু কল্যাণকেন্দ্রসহ বান্দরবান, সুনামগঞ্জ, চাঁদপুর এবং নোয়াখালীর ১৪টি নির্বাচিত ইউনিয়নের স্বাস্থ্য ও পরিবার কল্যাণকেন্দ্রে এই নিয়োগ দেওয়া হবে।
পদের নাম: মিডওয়াইফ
পদসংখ্যা: ৩২
যোগ্যতা: তিন বছর মেয়াদি ডিপ্লোমা ইন মিডওয়াইফারি পরীক্ষায় উত্তীর্ণ এবং বিএনএমসি কর্তৃক স্বীকৃত সার্টিফিকেটধারী হতে হবে। প্রজননস্বাস্থ্য, মা ও শিশু স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা সেবায় অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
মাসিক বেতন: সর্বসাকল্য ৩০,০০০ টাকা
অন্যান্য সুবিধা: উৎসব ভাতা ও নববর্ষ ভাতার সুবিধা (সরকারি বিধি মোতাবেক)।
চাকরির মেয়াদকাল: ১ সেপ্টেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত, তবে ফান্ড প্রাপ্তির সাপেক্ষে মেয়াদ বৃদ্ধি হতে পারে।
বয়স: ১৮ আগস্ট তারিখে সর্বোচ্চ ৩০ বছর এবং মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে ৩২ বছর।
আবেদন প্রক্রিয়া:
প্রার্থীদের প্রয়োজনীয় কাগজপত্রের স্ক্যান কপিসহ পরিচালক (এমসিএইচ সার্ভিসেস) বরাবর ই-মেইলে (jobsmidwifemchsfp@gmail.com) আবেদন করতে হবে। যদি কোনো প্রার্থী অনলাইনে আবেদন করতে না পারেন, তবে সরাসরি পরিবার পরিকল্পনা অধিদপ্তরের এমসিএইচ সার্ভিসেস ইউনিটে নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন জমা দেওয়া যাবে।
আবেদনপত্রে অন্তর্ভুক্ত করতে হবে:
1. প্রার্থীর নাম
2. পিতার নাম
3. স্বামীর নাম (প্রযোজ্য ক্ষেত্রে)
4. মাতার নাম
5. বর্তমান ঠিকানা: গ্রাম-মহল্লা, ডাকঘর, পোস্ট কোড নম্বর, উপজেলা, জেলা
6. স্থায়ী ঠিকানা: গ্রাম-মহল্লা, ডাকঘর, উপজেলা, জেলা
7. শিক্ষাগত যোগ্যতা
8. জাতীয়তা
9. জন্মতারিখ
10. ধর্ম
11. অভিজ্ঞতা
12. বৈবাহিক অবস্থা (প্রযোজ্য ক্ষেত্রে সন্তানসংখ্যা)
13. ই-মেইল ঠিকানা
14. মোবাইল নম্বর
15. জাতীয় পরিচয়পত্রের নম্বর
16. আবেদনপত্রে স্বাক্ষর
আবেদনপত্রে সব তথ্য স্পষ্ট অক্ষরে বাংলায় লিখতে হবে।