ঢাকা: অন্তর্বর্তী সরকারের অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেন, আমরা চেষ্টা করবো নিজেদের অর্থের সংস্থান করতে, কিন্তু পরমুখাপেক্ষী হওয়া থেকে বিরত থাকতে হবে। তিনি সতর্ক করেন যে, সরকারের অর্থের অপচয় রোধ করতে এবং বাজেটের খরচ সঠিকভাবে পরিচালনা করতে হবে। শনিবার (১৪ সেপ্টেম্বর) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) মাল্টিপারপাস হলে ‘অর্থ আইন, ২০২৪’ সম্পর্কিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তিনি জানান, রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা কমানো হবে না এবং দেশের ঋণের বোঝা কমাতে প্রয়াস চালানো হবে, যদিও কিছু অর্থ বাইরে থেকেও আসবে। তবে, আমাদের লক্ষ্য হবে যেন পরমুখাপেক্ষী না হয়ে নিজেদের মতো করে অর্থ সংস্থানে সক্ষম হই। উপদেষ্টা বলেন, প্রকল্পগুলো মাঠ পর্যায়ের বাস্তব চাহিদার ভিত্তিতে হওয়া উচিত, যাতে অর্থের অপচয় না হয়।
এনবিআরের চেয়ারম্যান আবদুর রহমান খান বলেন, রাজস্ব আদায় বাড়াতে হবে এবং করের অপচয় রোধ করতে হবে। তিনি অনলাইনে রিটার্ন দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, ব্যবসাবান্ধব আইন প্রণয়নের প্রক্রিয়া চালানো হবে এবং বিদেশি বিনিয়োগকারীদের জন্য ইংরেজি ভার্সন দ্রুত সময়ের মধ্যে প্রস্তুত করা হবে।