আর মাত্র ১ দিন পরই চালু হবে বাস্তবতার পদ্মা সেতু। বহুল আলোচিত এ সেতুর সড়ক এবং রেল উভয় অংশ চালু হলে দেশের জিডিপিতে প্রতি বছর অন্তত ১ হাজার কোটি (১০ বিলিয়ন) মার্কিন ডলার যোগ হবে।যা জিডিপির প্রায় ২ শতাংশ। এ আয় পদ্মা সেতু নির্মাণে যে ব্যয় হয়েছে তারচেয়ে ৩ গুণ বেশি। মঙ্গলবার (২১ জুন) রাজধানীর একটি হোটেলে ” জাতীয় অর্থনীতিতে পদ্মা সেতুর গুরুত্ব ” শীর্ষক সংলাপে এ হিসাব তুলে ধরেন সেন্টার ফর পলিসি ডায়ালগের ( সিপিডি) ফেলো অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান। পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটি সংলাপের আয়োজন করে। ড. মোস্তাফিজুর রহমান বলেন, পদ্মা সেতুকে শুধু একটা সেতু এবং যোগাযোগ করিডর হিসাবে চিন্তা না করে অর্থনৈতিক করিডর হিসাবে চিন্তা করতে হবে। পদ্না সেতুকে কাজে লাগিয়ে আমরা,ভারত, ভুটান, নেপালের সঙ্গে একটা আঞ্চলিক অর্থনৈতিক জোট গঠন করতে পারবো। সংলাপে বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি বলেন,পদ্মা ছিলো কীর্তিনাশা পদ্মা, এখন হয়ে যাবে কীর্তিমান পদ্মা। এর উপর দিয়ে আমাদের নতুন সফলতা গাঁথা হবে।তৈরি হবে নতুন ইতিহাস।